ভারতীয় সংবাদমাধ্যম জানায়, উত্তর প্রদেশের গোরাখপুর থেকে গত ২৮ জুন নিখোঁজ হন ওই দুই কিশোরী। স্থানীয় পুলিশ তাদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে প্রকাশ করে।
একদিন প্রদীপ হরি বিশ্বকর্মা নামে এক ব্যক্তি মাকে নিতে মুম্বাইয়ের কুরলা টার্মিনালে গিয়েছিলেন। সেখানে ওই দুই মেয়েকে দেখে চিনে ফেলেন তিনি।
বিষয়টি দ্রুত রেলওয়ে প্রটেকশন ফোর্সকে (আরপিএফ) জানান প্রদীপ। এরপর, তারা ওই দুই কিশোরীকে হেফাজতে নেন ও গোরাখপুরে খবর পাঠান।
পরে, ২০ ঘণ্টার মধ্যেই মেয়ে দু’টিকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
জানা যায়, পরিবারের সঙ্গে মনোমালিন্যের কারণে বাড়ি ছেড়ে পালিয়েছিল ওই দুই কিশোরী।
উত্তর প্রদেশ পুলিশের মহাপরিচালক ও পি সিং জানান, মেয়ে দু’টিকে খুঁজে পেতে সাহায্য করায় প্রদীপ হরি বিশ্বকর্মাকে প্রশংসাপত্র দেওয়া হবে।
এ ঘটনায় গোরাখপুর পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৯
একে