ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পদত্যাগের পর ‘অবসর’ কাটাতে সিনেমা হলে রাহুল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৫ ঘণ্টা, জুলাই ৬, ২০১৯
পদত্যাগের পর ‘অবসর’ কাটাতে সিনেমা হলে রাহুল সিনেমা হলে রাহুল গান্ধী। ছবি: সংগৃহীত

ঢাকা: কংগ্রেস সভাপতির পদ ছেড়ে দিয়েছেন, রাহুল গান্ধীর হাতে এখন প্রচুর অবসর সময়। এ সুযোগে দিল্লির একটি মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে গিয়েছিলেন তিনি। এবার আর কোনো প্রটোকল নয়, সাধারণ মানুষের সঙ্গে বসেই সিনেমা উপভোগ করেছেন তিনি। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, গত বুধবার (৩ জুলাই) দিল্লির পিভিআর ইসিএক্স চাণক্য মাল্টিপ্লেক্সে বসে আয়ুষ্মান খুরানা অভিনীত ‘আর্টিকেল ১৫’  সিনেমা দেখেন রাহুল। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এ ভিডিও।

বেশ কয়েক মাস ধরে জল্পনা-কল্পনার পর গত বুধবারই (৩ জুলাই) আনুষ্ঠানিকভাবে দলীয় সভাপতির পদ ছাড়েন এ কংগ্রেস নেতা। এর আগে, লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার মাত্র দুই দিন পরই গত ২৫ মে পদত্যাগ করতে চেয়েছিলেন তিনি।   

টানা দ্বিতীয়বারের মতো ভারতের লোকসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেসের। এবারের নির্বাচনে ৫৪২ আসনের মধ্যে মাত্র ৫২টি আসন পায় তার দল। এর আগে, ২০১৪ সালের নির্বাচনে তারা পেয়েছিল মাত্র ৪৪টি আসন।

এছাড়া, কংগ্রেসের ঘাঁটি বলে পরিচিত আমেথির আসনেও স্মৃতি ইরানির কাছে ৫৫ হাজার ভোটে হেরে গেছেন রাহুল। যদিও, কেরালার ওয়েনাড আসনে জিতে পার্লামেন্টের টিকিট পেয়েছেন তিনি।

তবু, নির্বাচনে লজ্জাজনক হারে ব্যর্থতার দায় কাঁধে নিয়ে শেষ পর্যন্ত দলীয় সভাপতির পদ ছেড়ে দিয়েছেন রাহুল গান্ধী। সংবাদমাধ্যমেকে জানিয়েছেন, এ পদে আর ফেরার কোনো সম্ভাবনা নেই তার।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।