গোয়া বিধানসভার স্পিকার মাইকেল লোবো ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’কে জানিয়েছেন, সাবেক বিরোধী দলীয় নেতা চন্দ্রকান্ত কাবলেকারকে উপ-মুখ্যমন্ত্রী করা হচ্ছে। এছাড়া, ‘বাবুশ’ নামে পরিচিত আতানাসিও মনসেরেটের স্ত্রী জেনিফার মনসেরেট ও ফিলিপ নেরি রড্রিগেজও পাচ্ছেন মন্ত্রিত্ব।
গত শুক্রবার (১২ জুলাই) ক্ষমতাসীন জোটের শরিক গোয়া ফরোয়ার্ড পার্টির (জিএফপি) তিন জন ও এক স্বতন্ত্র সংসদ সদস্যকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তারা হলেন, উপ-মুখ্যমন্ত্রী বিজয় সারদেশাই, বিনোদ পালেনকার, জয়েশ সালগাওকার ও রোহাস খান্তে।
যদিও, পদত্যাগ করতে অস্বীকার করেছেন জিএফপির ওই তিন মন্ত্রী। তারা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী তাদের মন্ত্রিসভায় না রাখতে চাইলে যেন বহিষ্কার করেন।
এর আগে, গত বৃহস্পতিবার (১১ জুলাই) চন্দ্রকান্ত কাবলেকারের নেতৃত্বে কংগ্রেসের ১০ সংসদ সদস্য ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দেন। এতে, ৪০ আসনের বিধানসভায় বিজেপির শক্তি বেড়ে দাঁড়ালো ২৭টি আসনে। আর, ২০১৭ সালের নির্বাচনে রাজ্যে এককভাবে সবচেয়ে বেশি আসন পাওয়া কংগ্রেসের থাকল মাত্র পাঁচ জন সদস্য।
বিজেপি বিভিন্নভাবে লোভ আর ভয়ভীতি দেখিয়ে তাদের দলে এসব নেতাদের যোগ দিতে বাধ্য করেছে বলে অভিযোগ করেছে কংগ্রেস।
তবে, বিজেপির দাবি, তারা নিজেদের ইচ্ছাতেই ক্ষমতাসীন দলে যোগ দিয়েছেন।
এ নিয়ে অবশ্য গেরুয়া শিবিরেও ক্ষোভ আছে। শুক্রবার (১২ জুলাই) পদত্যাগ করা এক বিজেপি কর্মী প্রণব সানবর্দাকার বার্তা সংস্থা এএনআই’কে বলেন, ১০ কংগ্রেস সংসদ সদস্য দল বদলে বিজেপিতে যোগ দেওয়ার পর পরই তাদের কয়েকজনকে মন্ত্রিসভায় জায়গা দেওয়ায় আমি অত্যন্ত ব্যথিত।
কয়েকদিন আগে গোয়ার মতো কর্ণাটকেও কংগ্রেস-জেডিএস জোটের ১৮ সংসদ সদস্য পদত্যাগ করেছেন।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৯
একে