শুক্রবার (১৯ জুলাই) এক টুইট বার্তায় তিনি বলেন, আমরা হরমুজ প্রণালি বা কোথাও কোনো ড্রোন হারাইনি। মনে হয়, ইউএসএস বক্সার ভুল করে নিজেদের ড্রোন ভূপাতিত করেছে।
এর আগে, গত বৃহস্পতিবার (১৮ জুলাই) ইরানের একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, ইরানি ড্রোনটি উভচর রণতরী ইউএসএস বক্সারের খুব কাছাকাছি, আনুমানিক এক হাজার ইয়ার্ডের (৯১৪ মিটার) মধ্যে চলে এসেছিল। বেশ কয়েকবার সতর্ক করা সত্ত্বেও সেটি নিবৃত্ত হয়নি। এতে জাহাজের ক্রুদের নিরাপত্তা হুমকির মুখে পড়ে। একারণেই আত্মরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ড্রোনটিকে তাৎক্ষণিক ধ্বংস করা হয়।
তবে, সঙ্গে সঙ্গেই যুক্তরাষ্ট্রের এ দাবি অস্বীকার করে ইরান। বৃহস্পতিবার (১৮ জুলাই) নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে পৌঁছে তেহরানের অন্যতম শীর্ষ কূটনীতিক মোহাম্মদ জাভেদ জারিফ জানান, তাদের কাছে ড্রোন হারানোর কোনো খবর আসেনি।
গত মাসে নিজেদের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করে ইরান। এরপর থেকে দু’দেশের মধ্য চলমান দ্বন্দ্ব দিন দিন বেড়েই চলেছে।
আরও পড়ুন
ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি যুক্তরাষ্ট্রের
ইরানের পারমাণবিক চুক্তিভঙ্গে গুরুত্ব দিচ্ছে না ইইউ
যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নিলে সমঝোতায় রাজি: রুহানি
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিলের কারণ ওবামা!
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
একে