ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, বৃহস্পতিবার (১ আগস্ট) চিলি উপকূলে শক্তিশালী এ ভূকম্পন অনুভূত হয়। উপকূলীয় শহর ভালপারাইসো থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে ছিল এর উৎপত্তিস্থল।
তবে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আপাতত সুনামির শঙ্কা নেই বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রশান্ত মহাসাগরের ভূমিকম্পন প্রবণ এলাকা ‘রিং অব ফায়ার’র মধ্যে অবস্থানের কারণে ল্যাটিন আমেরিকার দেশটিতে প্রায়ই শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়। ২০১০ সালে চিলি উপকূলে ৮ দশমিক ৮ মাত্রার এক ভূমিকম্পে সুনামি সৃষ্টি হয়েছিল।
বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৯
একে