তবে শুধু এসব সুবিধা বাতিলই নয়, এ রাজ্যটিকেও ভেঙে দেওয়া হয়েছে। রাজ্যের মর্যাদা আর নেই।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, দেশটির সংবিধানের ৩৭০ ধারা খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে জম্মু ও কাশ্মীর নিজেদের সংবিধান ও একটি আলাদা পতাকার স্বাধীনতাও পেয়েছিল।
সোমবার (০৫ আগস্ট) সংসদে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চলমান কাশ্মীর সংকট এবং তুমুল বিতর্কের মধ্যে এ ধারা বাতিল করে অঞ্চলটির বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার ঘোষণা দেন। এ পরিপ্রেক্ষিতে ভারতীয় বিজেপি সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে, যাতে ইতোমধ্যে সই করেন দেশটির রাষ্ট্রপতি।
এদিকে, সংবিধানের এ ধারাটি বাতিল করে দেওয়াটা ছিল ক্ষমতাসীন বিজেপির পুরানো রাজনৈতিক এজেন্ডাগুলোর অন্যতম একটি। আর এ সিদ্ধান্তের ফলে অঞ্চলটিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দেবে বলে মনে করা হচ্ছে।
এখন থেকে জম্মু এবং কাশ্মীর দু’টি আলাদা ‘ইউনিয়ন টেরিটরি’ বা কেন্দ্রীয়ভাবে শাসিত অঞ্চল হিসেবে পরিচিত হবে। আর লাদাখ কেন্দ্রশাসিত তৃতীয় একটি এলাকা হিসেবে বিবেচিত হবে। তবে এর বিধানসভাও থাকবে না।
আরও পড়ুন>> কী আছে জম্মু-কাশ্মীরের সেই ৩৭০ ধারায়
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
টিএ