ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫, ঘরছাড়া কয়েক লাখ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
ভারতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫, ঘরছাড়া কয়েক লাখ নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক লাখ মানুষকে। ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের তিন রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ জনে। অতিবৃষ্টি আর ভূমিধসে ঘরছাড়া হয়েছেন কয়েক লাখ মানুষ।

কেরালা
শনিবার (১০ আগস্ট) স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বন্যার কারণে কেরালায় এ পর্যন্ত অন্তত ৪২ জন মারা গেছেন। সরিয়ে নেওয়া হয়েছে এক লাখের বেশি ভুক্তভোগীকে।

কেন্দ্রীয় সরকারের তথ্যমতে, গত দু’দিনে এ রাজ্যে অন্তত ৮০বার ভূমিধসের ঘটনা ঘটেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ওয়ানাদের বনসুরাসাগর বাঁধ আংশিক খুলে দেওয়া হয়েছে। শনিবার (১০ আগস্ট) বিকেলের দিকে সেটি পুরোপুরি খুলে দেওয়া হবে।  

কেরালার দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, রাজ্যের ১৪টি জেলার মধ্যে সাতটিতেই রেড অ্যালার্ট জারি করা হয়েছে।  

অতিবৃষ্টি ও বন্যার কারণে সেখানকার সড়ক ও রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বন্ধ রয়েছে কোচি আন্তর্জাতিক বিমানবন্দরও। রোববার (১১ আগস্ট) দুপুর থেকে এর কার্যক্রম ফের শুরু হবে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এক শতাব্দীর মধ্যে গত বছর সবচেয়ে ভয়াবহ বন্যার শিকার হয় কেরালা। এতে ক্ষতিগ্রস্ত হন অন্তত ৫০ লাখ মানুষ, প্রাণ হারান দুই শতাধিকেরও বেশি।

কর্ণাটক
প্রতিবেশী রাজ্য কর্ণাটকে বন্যায় অন্তত ২৪ জন মারা গেছেন। এ বছরের বন্যা গত ৪৫ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা।  

তিনি জানান, বন্যায় অন্তত ১ হাজার ২৪টি গ্রাম প্লাবিত হয়েছে। বেশ কযেকটি বাঁধ ধারণক্ষমতার শেষ পর্যায়ে রয়েছে। ইতোমধ্যে দুই লাখেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। রাজ্যের ৩০টি জেলার মধ্যে ১৬টিই বন্যা আক্রান্ত।

মহারাষ্ট্র
ভারতের বাণিজ্যিক রাজধানীখ্যাত মুম্বাইয়ের রাজ্য মহারাষ্ট্রে বন্যায় গত এক সপ্তাহে অন্তত ২৯ জন মারা গেছেন।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, কেরালা, কর্ণাটক ও মহারাষ্ট্র ছাড়াও দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতেও ভারি বৃষ্টিপাতের প্রভাব পড়তে পারে।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।