ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরে ভারতীয় পুলিশের আত্মহত্যা 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
কাশ্মীরে ভারতীয় পুলিশের আত্মহত্যা 

কাশ্মীরের অনন্তনাগ শহরে নিজের অস্ত্রে গুলিবিদ্ধ হয়ে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) এক কর্মকর্তা আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যার দিকে সদর এলাকায় নিজ বাসা থেকে এম অরবিন্দ (৩৩) নামে ওই পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের বরাত দিয়ে শনিবার (২৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এ কথা জানায়।

পুলিশ জানায়, ৪০ ব্যাটালিয়নের সহকারী কমান্ড্যান্ট অরবিন্দ তার ব্যক্তিগত অস্ত্র দিয়ে আত্মহত্যা করেছেন। ২০১৪ সালে তিনি সিআরপিএফ-এ যোগদান করেন। চলতি মাসের ১৪ তারিখ ছুটি শেষে তিনি অনন্তনাগে তার ইউনিটে যোগ দেন। পরে ২০ তারিখের দিকে তার স্ত্রী অনন্তনাগে ফেরেন।  

প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ মনে করছে, দাম্পত্য কলহের কারণে অরবিন্দ আত্মহত্যা করে থাকতে পারেন।  

পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এ ঘটনার সঙ্গে অন্য কোনো ব্যাপার জড়িত নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই রটাচ্ছে, জীবনযাত্রার মান খারাপ হওয়ায় অরবিন্দ আত্মহত্যা করেছেন। এগুলো অসত্য।  

বাহিনীর পক্ষ থেকে এ ঘটনার আরও বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।