ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সেপ্টেম্বর থেকে স্থগিত হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
সেপ্টেম্বর থেকে স্থগিত হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

ঢাকা: সেপ্টেম্বর মাস থেকে ব্রিটিশ পার্লামেন্ট স্থগিত হচ্ছে। পার্লামেন্ট স্থগিত করার আদেশের জন্য ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের কাছে আবেদন জানিয়েছেন  প্রধানমন্ত্রী বরিস জনসন।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবর,  ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া ‘ব্রেক্সিট’ বাস্তবায়নের লক্ষ্যে আগামী কয়েক সপ্তাহ  ব্রিটিশ পার্লামেন্ট স্থগিত করতে চান দেশটির  প্রধানমন্ত্রী বরিস জনসন। কারণ আগামী ৩১ অক্টোবর যুক্তরাজ্যের ব্রেক্সিট বাস্তবায়নের শেষ দিন।

তাই এর আগেই পার্লামেন্ট স্থগিত করতে চান তিনি। ফলে বিরোধী দলের কোনো বাধা ছাড়াই ব্রেক্সিট বাস্তবায়ন করা সম্ভব হবে।  

বরিস জনসনের এই সিদ্ধান্তকে ব্রিটেনের বিরোধী দলগুলো কঠোরভাবে সমালোচনা করছে। প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন বলেছেন, প্রধানমন্ত্রী বরিস জনসন ব্রিটেনের গণতন্ত্রকে হুমকির মধ্যে ফেলে দিচ্ছেন।

এছাড়া দেশটির জাতীয় সংসদের স্পিকার  জন বারকো বলেছেন, প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ সংবিধান লঙ্ঘনের সামিল।

বাংলাদেশ সময়: ০৪০৪  ঘণ্টা, ২৯ আগস্ট, ২০১৯

টিআর/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।