উত্তর মিয়ানমারের কাচিন রাজ্যের মিতকিনিয়া টাউনশিপ কোর্টে এই মামলাটি দায়ের করা হয় বলে এক প্রতিবেদনে জানায় রয়টার্স। মামলায় সুনির্দিষ্ট অভিযোগ উল্লেখ করা না হলেও পৃথক দুটি অভিযোগ করা হয়েছে।
বিগত ১৭ জুলাই, হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে সাক্ষাতকালে মিয়ানমারে খ্রিস্টানরা নির্যাতিত হচ্ছেন বলে অভিযোগ করেন রেভারেন্ডেজ কালাম সামসন। নিজ অভিযোগে তিনি বলেন, (মিয়ানমারের) খ্রিস্টানরা মিয়ানমারের সরকারি সেনাবাহিনীর দ্বারা নির্যাতিত এবং শোষিত হচ্ছেন।
মিয়ানমার সেনাবাহিনীর জ্যেষ্ঠ্য কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করায় ট্রাম্পকে ধন্যবাদও জানান এই নারী নেত্রী। এদিকে এই মামলা সম্পর্কে রয়টার্সকে স্যামসন বলেন, আমার মনে হয় প্রেসিডেন্ট ট্রাম্পকে মিয়ানমার সেনাবাহিনীর কতিপয় কর্মকর্তাদের নিষেধাজ্ঞার বিষয়ে ধন্যবাদ জানানোতেই এই মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
এসএইচএস/এমএমএস