বৃহস্পতিবার (২৯ আগস্ট) এক বিবৃতিতে সতর্কতা জারি করে ডিস্যান্টিস বলেন, হারিকেন ডোরিয়ান মোকাবিলায় ফ্লোরিডাকে সম্পূর্ণরূপে প্রস্তুত করতে আমি আজ জরুরি অবস্থা ঘোষণা করছি।
গভর্নর আরও বলেন, পূর্ব উপকূলে ঝড়ের দিকে নজর দেওয়া ফ্লোরিডিয়ানসের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
এদিকে ক্যাটাগরি-১ তালিকাভুক্ত হওয়া হারিকেন ডোরিয়ান শেষ পর্যন্ত ক্যাটাগরি-৪ হয়ে ফ্লোরিডায় আঘাত হানবে বলে এক আবহাওয়া পূর্বাভাসে বলেছে মিয়ামির ন্যাশনাল হারিকেন সেন্টার। ঘূর্ণিঝড়টি আগামী ২ সেপ্টেম্বর ফ্লোরিডায় আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।
হারিকেন সেন্টার বলছে, ফ্লোরিডায় আঘাত হানার সময় ডোরিয়ানের বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে। হারিকেন ক্যাটাগরির দিক থেকে দ্বিতীয় সর্বাধিক শক্তিশালী হারিকেন হতে যাওয়া ডোরিয়ান ‘সর্বনাশা ক্ষতি’ সাধন করতে পারে বলে মনে করা হচ্ছে।
এদিকে ক্যাটাগরি-১ হয়ে ইতোমধ্যে ক্যারিবিয়ান অঞ্চলের ভার্জিনিয়া দ্বীপের পাশ ঘেঁষে অতিক্রম করেছে ডোরিয়ান।
ডোরিয়ান নিয়ে যুক্তরাষ্ট্র সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে এক টুইট বার্তায় জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বাংলাদেশ সময়: ০৩২১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
এসএইচএস/এমএমএস