রোববার (১ সেপ্টেম্বর) দক্ষিণাঞ্চলের সীমান্ত এলাকায় এ গোলাগুলি হওয়ার পর আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
ইসরায়েলি বাহিনী জানায়, লেবানন থেকে সেনা ঘাঁটি ও যান লক্ষ্য করে ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
এদিকে ইরান-সমর্থিত হিজবুল্লাহ দাবি করেছে, তাদের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের একটি যান ধ্বংস করেছে। গাড়ির ভেতরে থাকা সৈন্যরা নিহত বা আহত হয়েছে।
যদিও হতাহতের বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি বাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৯
এইচজে/এইচএ