ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরে পাক সেনা পাঠানোর আহ্বান বিচ্ছিন্নতাবাদী নেতার!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৯
কাশ্মীরে পাক সেনা পাঠানোর আহ্বান বিচ্ছিন্নতাবাদী নেতার!

জাতিসংঘের উদ্যোগে ভারতশাসিত কাশ্মীরে শান্তিরক্ষী বাহিনী পাঠানো না হলে ওই অঞ্চলে পাকিস্তানি সেনাবাহিনীকে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা।

রোববার (০১ সেপ্টেম্বর) পাকিস্তানশাসিত কাশ্মীরের রাজধানী মোজাফফরাবাদে এক জনসমাবেশে এ আহ্বান জানান কাশ্মীরের বেশ কয়েকটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর জোটের প্রধান সৈয়দ সালাহউদ্দিন।

তিনি বলেন, বিশ্বের প্রথম মুসলিম পরমাণু শক্তিধর দেশ পাকিস্তানের গুরুদায়িত্ব হলো, ভারতশাসিত কাশ্মীরে সেনা পাঠিয়ে কাশ্মীরবাসীকে সহযোগিতা করা।

 

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা রদের ঘটনায় কঠোর পদক্ষেপ নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান যখন নিজ দেশে ক্রমবর্ধমান চাপের মুখে আছেন, সেই সময়ই বিচ্ছিন্নতাবাদী এ নেতা এমন মন্তব্য করলেন। অন্যদিকে ইমরান খান চাইছেন আন্তর্জাতিক কূটনীতির মাধ্যম এ সঙ্কটের সমাধান খুঁজতে।  

এ প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, এ ধরনের পরিস্থিতিতে কূটনৈতিক ও রাজনৈতিক সমর্থন দিয়ে কোনো সুরাহা হবে না।  

পাকিস্তান সরকারের সমালোচনা করে বিচ্ছিন্নতাবাদী এ নেতা আরও বলেন, পাকিস্তানি সরকারের বিভিন্ন ‘কঠোর পদক্ষেপ’র ফলে আমরা কাশ্মীর ইস্যুতে ভারতের অবৈধ পদক্ষেপের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধে যেতে পারছি না।

সালাহউদ্দিন মূলত ভারতশাসিত কাশ্মীরের বাদগাম শহরের বাসিন্দা। ২০১৭ সালে যুক্তরাষ্ট্র তাকে ‘বৈশ্বিক সন্ত্রাসী’র তালিকায় যুক্ত করে। পাকিস্তান সে সময় ওই সিদ্ধান্তকে ‘অহেতুক’ বলে বিরোধিতা জানায়।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
এইচজে/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।