ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মঞ্চে আতশবাজি বিস্ফোরণে স্প্যানিশ তারকা জোয়ানার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৯
মঞ্চে আতশবাজি বিস্ফোরণে স্প্যানিশ তারকা জোয়ানার মৃত্যু

কনসার্টের মঞ্চে নৃত্য পরিবেশনকালে আতশবাজি বিস্ফোরণে জনপ্রিয় স্প্যানিশ তারকা জোয়ানা সেইনজ গার্সিয়ার (৩০) মৃত্যু হয়েছে। 

রোববার (১ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে স্পেনের রাজধানী মাদ্রিদে এ ঘটনা ঘটে।

বিবিসি জানায়, এদিন রাজধানীর লাস বেরলানাস এলাকায় একটি কনসার্ট ভেন্যুতে সুপার হলিউড অরকেস্ট্রা দলের সঙ্গে অংশ নিয়েছিলেন জোয়ানা।

মঞ্চে নৃত্য পরিবেশনের সময় তার কাছাকাছি থাকা একটি আতশবাজির যন্ত্র বিস্ফোরিত হয়। এতে অচেতন হয়ে পড়ে যান এ কণ্ঠশিল্পী।  

পরে প্যারামেডিকরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জোয়ানাকে মৃত ঘোষণা করেন।   

স্থানীয় সরকারের উদ্যোগে লাস বেরলানাসে আয়োজিত চার দিনব্যাপী এক উৎসবের সমাপ্তি অনুষ্ঠান উপলক্ষে এ পপ তারকাকে আমন্ত্রণ জানান হয়। সেখানেই এ দুর্ঘটনা ঘটলো।  

আতশবাজি যন্ত্রের নির্মাণ ত্রুটির কারণে এমনটা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও ওই দুর্ঘটনার আগের পরিবেশনাগুলোতে কোনো রকম বিপত্তি ছাড়াই ওই আতশবাজির যন্ত্র ব্যবহার করা হয়েছে।  

স্থানীয় সরকার এ ঘটনাকে দুঃখজনক বলে অভিহিত করেছে।  

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
এইচজে/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।