সোমবার (২ সেপ্টেম্বর) ইসলামাবাদের গভর্নর হাউজে আন্তর্জাতিক শিখ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানের বক্তব্যে তিনি একথা বলেন।
ইমরান খান বলেন, দুই দেশই একটি ‘টাইম বোমা’র ওপর বসে আছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরপরই আমি ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের সিদ্ধান্ত নেই। বলেছিলাম, ভারত যদি এক পা এগোয়, আমরা দুই পা এগিয়ে যাবো। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছিলাম, পরামর্শ দিয়েছিলাম- ৭২ বছর ধরে চলা কাশ্মীর ইস্যু আলোচনার মাধ্যমে সমাধান করার। কিন্তু, এ প্রস্তাবে কাজ হয়নি বলে আক্ষেপ করেন ইমরান খান।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, বছর খানেক ধরে দেখা যাচ্ছে, ভারত বিভিন্ন ধরনের শর্ত দিচ্ছে, যেন তারা মহাশক্তিধর (সুপার পাওয়া) কেউ, আর কথা বলছে কোনো গরিব দেশের সঙ্গে।
এক্ষেত্রে যুদ্ধ কোনো সমাধান হতে পারে না। যারা যুদ্ধ চাচ্ছে তারা বোকা বলেও মন্তব্য করেন ইমরান খান। পাশাপাশি, ভারতে মুসলমানদের ওপর নির্যাতন হচ্ছে দাবি করে তা প্রতিরোধে শিখদের সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
একে