মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৭টার দিকে নবি মুম্বাইর উরান এলাকার ওই প্লান্টে আগুনের সূত্রপাত হয়। ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।
আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস করপোরেশ (ওএনজিসি) কর্তৃপক্ষ পক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের ফলে তেল প্রক্রিয়াজাতকরণে কোনো ব্যাঘাত ঘটেনি। সেখানকার মজুদ গ্যাস ৩৩০ কিলোমিটার দূরে গুজরাটের হাজিরা এলাকার আরেকটি প্লান্টে সরিয়ে নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
এইচজে /জেডএস