ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফরাসি ফার্স্ট লেডিকে ‘কুৎসিত’ বললেন ব্রাজিলের মন্ত্রী!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৯
ফরাসি ফার্স্ট লেডিকে ‘কুৎসিত’ বললেন ব্রাজিলের মন্ত্রী!

কিছুদিন আগে ফরাসি ফার্স্ট লেডি ব্রিজিট ম্যাক্রোঁর চেহারা নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। এর সূত্র ধরে ব্রিজিট ‘আসলেই কুৎসিত’ বলে মন্তব্য করেছেন দেশটির অর্থমন্ত্রী।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) এক অর্থনৈতিক ফোরামে অর্থমন্ত্রী পাওলো গুয়েদেস এ মন্তব্য করেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

গত বুধবার (৫ সেপ্টেম্বর) ব্রিজিটের চেয়ে ব্রাজিলিয়ান ফার্স্ট লেডি মিশেল বোলসোনারোর চেহারা আকর্ষণীয় বলে মন্তব্য করেছিলেন দেশটির প্রেসিডেন্ট।

সে প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট যা বলেছেন, সেটা সত্যি। ওই নারী আসলেই কুৎসিত।  
পরে অবশ্য এ মন্তব্যের জন্য গুয়েদেসের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়েছে। তার এক মুখপাত্র জানান, জনসমক্ষে ফরাসি ফার্স্ট লেডির চেহারা নিয়ে ঠাট্টা করায় মন্ত্রী ক্ষমাপ্রার্থী।

এর আগে, বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর স্ত্রী ব্রিজিট স্ত্রী মিশেলের মতো আকর্ষণীয় নয় বলে দাবি করেন বোলসোনারো। তিনি ব্রিজিট ও মিশেলের কিছু ছবি শেয়ার করে লেখেন, তাকে (ইমানুয়েল ম্যাক্রোঁ) আর লজ্জা দেবেন না, হা হা। এখন আপনি বুঝতে পারছেন তো, আসলে কেন ম্যাক্রোঁ বোলসোনারোর পিছে লেগেছে।  

বোলসোনারোর এ আচরণকে ‘খুবই নির্মম’ বলে নিন্দা জানান ফরাসি প্রেসিডেন্ট। পরে অবশ্য ফেসবুক থেকে পোস্টটি সরিয়ে ফেলেন ব্রাজিলের প্রেসিডেন্ট।
 
সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন আমাজনে দাবানল মোকাবিলা নিয়ে বোলসোনারো ও ম্যাক্রোঁর মতবিরোধ হয়। এ বিষয়টি জি-সেভেন সম্মেলনে আলোচনার দাবি তুলেছিলেন ম্যাক্রোঁ। এ নিয়ে তার প্রতি বেশ আক্রমণাত্মক হয়ে ওঠেন ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৯  
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।