ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ডোরিয়ানে মৃতের সংখ্যা বেড়ে ৪৩, বহু নিখোঁজ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৯
ডোরিয়ানে মৃতের সংখ্যা বেড়ে ৪৩, বহু নিখোঁজ 

ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র বাহামায় শক্তিশালী ঘূর্ণিঝড় ডোরিয়ানের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়াও ঘূর্ণিঝড়ে এখন পর্যন্ত অনেক মানুষ নিখোঁজ রয়েছেন।

শনিবার (৭ সেপ্টেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  

বাহামার প্রধানমন্ত্রী হুবার্ট মিনিস’র এক মুখপাত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এনবিসি জানায়, সরকারিভাবে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪৩।

এটি উল্লেখযোগ্য হারে বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  

আরেক মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানায়, নিহত ৪৩ জনের মধ্যে ৩৫ জন আবাকাস দ্বীপ ৮ জন গ্রান্ড বাহামা অঞ্চলে নিহত হন। হতাহত ও নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।

গত সোমবার (০২ সেপ্টেম্বর) অ্যাবাকো দ্বীপে আঘাত হানে ডোরিয়ান । ঘণ্টায় ২৭০ কিলোমিটার বেগের এ ঝড়ের আঘাতে অন্তত ১৩ হাজার ঘরবাড়ির ছাদ উড়ে গেছে। এর আগে রোববার (০১ সেপ্টেম্বর) সর্বোচ্চ ক্যাটাগরি ৫ ঝড়ে রূপ নেয় ‘ডোরিয়ান’।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, ডোরিয়ান বিভিন্ন সময়ে তার গতিপথ পরিবর্তন করেছে। প্রথমে ঝড়ের আঘাতস্থল পুয়োর্তে রিকোর কথা বলা হলেও পরে তা পরিবর্তন হয়ে যায়। ধীরগতির এ হারিকেন প্রতিনিয়ত গতিপথ পরিবর্তন করছে। বর্তমানে অনেকটাই দুর্বল হয়ে পড়া ডোরিয়ান শনিবার নাগাদ  যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড অঞ্চল অতিক্রম করতে পারে।  

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৯
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।