ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জেলে যেতে হতে পারে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিসকে!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৯
জেলে যেতে হতে পারে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিসকে! যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। ছবি: সংগৃহীত

ঢাকা: ব্রেক্সিট (ইউরোপ থেকে বিচ্ছিন্ন হওয়া) নির্ধারিত সময় থেকে পেছাবে কি পেছাবে না তা নিয়ে উত্তাল যুক্তরাজ্যের রাজনীতি। যার কারণে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে যাচ্ছে তিনি আর কেউ নন, স্বয়ং প্রধানমন্ত্রী বরিস জনসন নিজেই! তিনি চুক্তিবিহীন ব্রেক্সিটের পক্ষে। কিন্তু তার বিরোধীরা এটা হতে দেবে না বলে ঘোষণা দিয়ে নেমেছে ময়দানে। প্রধানমন্ত্রী যেন সফল হতে না পারেন সেজন্য সম্ভাব্য সব করছে তারা।

বিরোধীরা ইতোমধ্যে কিছুটা সফলও হয়েছে বলা যায়। এতে বেশ বেকায়দায় পড়েছেন প্রধানমন্ত্রী।

বিরোধীদের বিরুদ্ধে তাই বরিস তোপ দাগছেন অনবরত। এরমধ্যে দেশটির পাবলিক প্রসিকিউশনের সাবেক পরিচালকের মন্তব্য তো বরিস জনসনকে আরও উন্মত্ত করে তোলার কথা! লর্ড ম্যাকডোনাল্ড (৬৬) নামে ওই সাবেক পরিচালক বলেছেন, বরিস যদি ব্রেক্সিট বাস্তবায়নে কালক্ষেপণ না করেন তবে তার জেলও হতে পারে।

শনিবার (৭ সেপ্টেম্বর) যুক্তরাজ্যভিত্তিক একটি সাংবাদমাধ্যমের খবরে বলা হয়, সাধারণত বরিস জনসন ‘নো ডিল এক্সিট’ বিলকে উপেক্ষা করতে পারেন। পরে যদি তা আদালত পর্যন্ত গড়ায় এবং তাকে ব্রেক্সিটের জন্য সময় বাড়ানোর আবেদন করতে বলা হয়, তবে তাকে আবেদন করতে হবে। যদি তিনি এরপরও তা উপেক্ষা করে আবেদন করে ব্রাসেলসে (ইউরোপীয় ইউনিয়নের প্রধান কার্যালয়) চিঠি না পাঠান আদালত অবমাননার দায়ে তার জেল হবে।

এর আগে ব্রিটেনের উচ্চকক্ষ হাউস অব লর্ডসে বিরোধী এবং বিদ্রোহীদের ‘নো ডিল ব্রেক্সিট’র বিরুদ্ধে আনা বিল অনুমোদন পেয়ে যায়। দেশটির নিম্নকক্ষ হাউস অব কমন্সেও চুক্তিহীন ব্রেক্সিট এখনই না করার বিল পাস হয়। দু’টোতেই হেরে যান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এরমধ্যে ছড়াচ্ছিল আগাম নির্বাচনের ডালপালাও। কিন্তু তা অনেকটা মিলিয়ে গেছে পার্লামেন্টে প্রধানমন্ত্রী পর পর দু’বার হেরে যাওয়ায়।

এ বিষয়ে প্রধানমন্ত্রী বরিস ক্ষমতাসীন দলের সংসদ সদস্যদের উদ্দেশে লেখা চিঠিতে হাউস অব লর্ডসে পাস হওয়া বিলটি সম্পর্কে বলেছেন, ‘তারা একটি আইন পাস করিয়েছে যা আমাকে ব্রেক্সিটের ক্ষেত্রে ব্রাসেলসের কাছে সময় ভিক্ষা করতে বাধ্য করবে! কিন্তু এ কাজটি আমি কখনই করবো না। ’

হাউস অব লর্ডসে বিরোধী এবং বিদ্রোহীদের ‘নো ডিল ব্রেক্সিট’র বিরুদ্ধে আনা বিলটি আগামী সোমবার রানি দ্বিতীয় এলিজাবেথের সম্মতি পাবে বলে আশা করা হচ্ছে।

আগামী ৩১ অক্টোবর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে যুক্তরাজ্যের বিচ্ছেদ বা ব্রেক্সিট কার্যকর হওয়ার দিনক্ষণ নির্ধারিত রয়েছে।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৯
এইচএডি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।