রোববার (৮ সেপ্টেম্বর) উত্তরাঞ্চলের সানমাতেঙ্গা প্রদেশে একটি খাদ্যবাহী গাড়িবহর ও একটি ট্রাকে এ দু’টি হামলা হয়।
সরকারের বিবৃতিতে বলা হয়, একটি খাদ্যবাহী গাড়িবহরে ‘সন্ত্রাসী’ হামলায় ১৪ জন নিহত হয়েছেন।
সানমাতেঙ্গা অঞ্চলের সুরক্ষা নিশ্চিতের কাজ চলছে জানিয়ে বুরকিনা ফাসো সরকার বলছে, ওই অঞ্চলে সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।
এক সময় বুরকিনা ফাসো ছিল শান্ত এক জনপদ। সম্প্রতি প্রতিবেশী দেশগুলো থেকে মুসলিম পরিচয়ধারী চরমপন্থিরা এখানে ঘাঁটি গাড়ে। কয়েক বছর ধরে পার্শ্ববর্তী দেশ মালিতে চলমান জাতিগত সহিংসতাও বুরকিনা ফাসোকে আজকের সহিংস পরিস্থিতিতে নিয়ে এসেছে। ফলে প্রায়ই এখানে হামলার ঘটনা ঘটে। এর আগে গত মাসেই বন্দুকধারীদের হামলায় বুরকিনা ফাসোর ২৪ নাগরিক প্রাণ হারান।
বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
এইচজে/এইচএ