ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

বুরকিনা ফাসোতে পৃথক হামলায় নিহত ২৯ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৯
বুরকিনা ফাসোতে পৃথক হামলায় নিহত ২৯ 

আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে পৃথক দুই হামলায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন। 

রোববার (৮ সেপ্টেম্বর) উত্তরাঞ্চলের সানমাতেঙ্গা প্রদেশে একটি খাদ্যবাহী গাড়িবহর ও একটি ট্রাকে এ দু’টি হামলা হয়।  

সরকারের বিবৃতিতে বলা হয়, একটি খাদ্যবাহী গাড়িবহরে ‘সন্ত্রাসী’ হামলায় ১৪ জন নিহত হয়েছেন।

অন্যদিকে বিস্ফোরকযন্ত্রের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে ১৫ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন।  

সানমাতেঙ্গা অঞ্চলের সুরক্ষা নিশ্চিতের কাজ চলছে জানিয়ে বুরকিনা ফাসো সরকার বলছে, ওই অঞ্চলে সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।  

এক সময় বুরকিনা ফাসো ছিল শান্ত এক জনপদ। সম্প্রতি প্রতিবেশী দেশগুলো থেকে মুসলিম পরিচয়ধারী চরমপন্থিরা এখানে ঘাঁটি গাড়ে। কয়েক বছর ধরে পার্শ্ববর্তী দেশ মালিতে চলমান জাতিগত সহিংসতাও বুরকিনা ফাসোকে আজকের সহিংস পরিস্থিতিতে নিয়ে এসেছে।  ফলে প্রায়ই এখানে হামলার ঘটনা ঘটে। এর আগে গত মাসেই বন্দুকধারীদের হামলায় বুরকিনা ফাসোর ২৪ নাগরিক প্রাণ হারান।  

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯  
এইচজে/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।