রোববার (৮ সেপ্টেম্বর) ফরাসি বেতার ইন্টার রেডিওতে এক বক্তৃতাকালে স্বাস্থ্যমন্ত্রী অ্যাগনেস বুজঁ জানান, এ বছরের গ্রীষ্মে তাপদাহজনিত বিভিন্ন রোগ ও কারণে এক হাজার ৫০০ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া জুন ও জুলাই মাসে আরও এক হাজারের কিছু বেশি মানুষ মারা যান, এটি মূলত বার্ষিক গড় মৃত্যুহার।
তিনি জানান, তাপদাহে মৃতের সংখ্যা আরও বাড়তে পারতো। কিন্তু জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি বিভিন্ন ক্যাম্পেইনের ফলে তা রোধ করা সম্ভব হয়েছে।
মন্ত্রী জানান, জুন ও জুলাই মাসে মোট ১৮ দিন ফ্রান্সে রেকর্ড মাত্রায় তাপদাহ বয়ে যায়। তারপরও ২০০৩ সালের তাপদাহের চেয়ে এবারে নিহতের সংখ্যা অনেক কম। সেবার দেশজুড়ে ১৫ হাজারের মতো মানুষের প্রাণহানি হয়।
হতাহতের সংখ্যা কমিয়ে আনতে সহযোগিতার জন্য সচেতন দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান স্বাস্থ্যমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
এইচজে/এইচএ