যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার কাউন্সেলিং ও মানসিক সেবা বিভাগের পরিচালক গ্রেগরি এলসের এই আত্মহননে দেশটির সংবাদমাধ্যমও স্তম্ভিত হয়ে পড়েছে।
গত মার্চে এলস ওই বিশ্ববিদ্যালয়ের বিভাগটির প্রধান হয়েছিলেন।
এলসের মা জেনেত এলস-রিচ সংবাদমাধ্যমকে বলেন, নিজের কর্মস্থল নিয়ে সম্প্রতি হতাশায় চেপে ধরছিল এলসকে। তিনি তার মাকে বলছিলেন, ধারণার চেয়েও বেশি চাপ তার চাকরিতে। এ কারণে অন্য রাজ্যের শহর নিউইয়র্কে বসবাসরত স্ত্রী-সন্তানদেরও সময় দিতে পারেন না তিনি।
‘দীর্ঘস্থায়ী মানসিক সুস্থতা নিশ্চিত’ করতে বিশ্ববিদ্যালয় এলাকায় এক উদ্যোগের গুরুত্বপূর্ণ সহযোগীর ভূমিকায় ছিলেন এলেস।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
এইচএ/