ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদির দু’টি তেল-স্থাপনায় ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
সৌদির দু’টি তেল-স্থাপনায় ড্রোন হামলা সৌদি আরবের তেলের প্লান্টে আগুন। ছবি: সংগৃহীত

সৌদি আরবের দু’টি প্রধান তেল-স্থাপনায় ড্রোন হামলায় বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে, কারা এ হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি।

শনিবার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, সৌদির রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান অ্যারামকো’র দু’টি স্থাপনায় এ হামলার ঘটনা ঘটে।

প্রথম হামলাটি হয়েছে বিশ্বের সর্ববৃহৎ তেল প্রক্রিয়াজাতকরণ প্লান্ট আবকাইকে।

এতে বিশাল অগ্নিকাণ্ড ও ধোঁয়ার কুণ্ডলি সৃষ্টি হয়।

দ্বিতীয় হামলাটি হয়েছে খুরাইস তেলক্ষেত্রে। দু’টি স্থাপনার আগুনই নিয়ন্ত্রণে আনা হয়েছে।

তবে, এখন পর্যন্ত কেউ এসব হামলার দায় স্বীকার করেনি।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।