সোমবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৭টার দিকে রাজধানীর ‘প্রিশিয়াস ট্যালেন্ট টপ স্কুলে’ এ দুর্ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা যায়।
খবরে বলা হয়, সোমবার ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ পরই কাঠে বানানো স্কুলটির ক্লাসরুম ধসে পড়ে। এ সময় অনেক শিক্ষার্থী ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে। সেখানে বর্তমানে উদ্ধারকারী বাহিনীর অভিযান চলছে। এরই মাঝে বেশ কিছু শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। কিন্তু স্কুল ঘিরে উৎসুক জনতার ভিড়ের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।
এরই মাঝে কেনিয়া রেড ক্রস কর্তৃপক্ষ উদ্ধার কিছু শিশুকে কেনিয়াত্তা জাতীয় হাসপাতালে স্থানান্তর করেছে।
এদিকে প্রতিষ্ঠানটির পরিচালক মোজেস এনদিরাঙ্গু অনাকাঙ্ক্ষিত এ দুর্ঘটনার জন্য সম্প্রতি স্কুলভবনের কাছে স্যুয়ারেজ পাইপ বসানোকে দায়ী করেছেন। এর ফলে ভবনের ভিত্তি দুর্বল হয়ে গেছে বলে দাবি করেন তিনি।
ধীরগতিতে উদ্ধার অভিযান চলছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
এইচজে