সম্প্রতি দেশটির বাটান শহরে বিশেষ ব্যবসায়িক জোনের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে এ ঘোষণা দেন দুতের্তে।
ফিলিপিনো প্রেসিডেন্ট বলেন, আপনি ট্যাক্স দেন, বিল দেন বা কোনো সনদ নেন; আর কোনো কর্মকর্তা যদি ঘুষ দাবি করেন, তাকে মারুন।
তিনি বলেন, আমি আপনার পক্ষ নেবো। যদি এ ঘটনা আমার কার্যালয় পর্যন্ত আসে, আমি অভিযোগকারীকে ডেকে বলবো, তাকে (আক্রমণকারী) তিনবার চড় মারতে।
সংস্কারপন্থি হিসেবে পরিচিত দুতের্তে আগেও বিভিন্ন মন্তব্যের জন্য বেশ আলোচিত-সমালোচিত হয়েছেন। তার নতুন বক্তব্য নিয়েও দেশ-বিদেশে শুরু হয়েছে নানা আলোচনা। এমন বক্তব্য দেশে অপরাধের মাত্রা বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করছেন অনেকেই।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
একে