ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভুয়া ডিগ্রি দিয়ে ৭০ হাজার অপারেশন!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৯
ভুয়া ডিগ্রি দিয়ে ৭০ হাজার অপারেশন! পুলিশের হাতে আটক ভুয়া চিকিৎসক

দশ বছর ধরে রোগীদের চিকিৎসা করছেন ওম পাল শর্মা, এরইমধ্যে করেছেন ১০ হাজার অপারেশনও। তবে এতোদিন পর জানা গেলো চিকিৎসক হওয়ার জন্য তিনি যে এমবিবিএস ডিগ্রি নিয়েছিলেন তা আসল নয়।

অবশেষে ভুয়া চিকিৎসক ওম পাল শর্মাকে আটক করেছে পুলিশ।  

এ বিষয়ে উত্তর প্রদেশের শাহারানপুরের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার বরাতে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওম পাল শর্মা ব্যাঙ্গালুরুর রাজেশ আর নামের এক চিকিৎসকের কাছ থেকে ভুয়া ডিগ্রি নিয়ে গত ১০ বছর ধরে চিকিৎসাসেবা চালিয়ে আসছিলেন।

অভিযুক্ত শর্মা কর্নাটক মেডিক্যাল কাউন্সিলে নিজের নাম নিবন্ধনও করিয়েছিলেন। পাশাপাশি তিনি একটি সরকারি হাসপাতালে চুক্তিভিত্তিক চিকিৎসাসেবায় নিয়োজিত ছিলেন।

পুলিশ কর্মকর্তা আরো জানান, ওই চিকিৎসক তার পরিচালিত নার্সিং হোমে অন্তত ৭০ হাজার অপারেশন করিয়েছেন।  

প্রাথমিক এ বিষয়ে আর কোনো তথ্য জানা যায়নি। তবে চলছে বিস্তারিত তদন্ত।

বাংলাদেশ সময়: ০৯৫১ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।