ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তর প্রদেশে ‘অবৈধ বাংলাদেশি’ শনাক্তের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৯
উত্তর প্রদেশে ‘অবৈধ বাংলাদেশি’ শনাক্তের নির্দেশ ভারতীয় পুলিশ। ছবি: সংগৃহীত

ভারতের আসামে এনআরসি (জাতীয় নাগরিকপঞ্জি) কাণ্ডের পর এবার উত্তর প্রদেশে অবৈধ নাগরিক শনাক্তের উদ্যোগ নিয়েছে সেখানকার পুলিশ। এক আদেশে বাংলাদেশিসহ অবৈধ বিদেশি নাগরিকদের চিহ্নিত করতে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন রাজ্য পুলিশের মহাপরিদর্শক (ডিজিপি) ওপি সিং।

তিনি বলেন, উত্তর প্রদেশে অনেক বাংলাদেশি অবৈধভাবে অবস্থান করছেন, তাদের অনেকেরই কোনো খবর জানে না পুলিশ। নিরাপত্তাজনিত কারণে এসব বাংলাদেশিসহ অন্য বিদেশিদেরও চিহ্নিত করা জরুরি।

আরও পড়ুন> এনআরসিতে বাদ পড়েছে ১১ লাখ হিন্দু, ৬ লাখ মুসলিম বাঙালি

মঙ্গলবার (১ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, অবৈধ নাগরিকেরা সাধারণত রেলস্টেশন, বাস টার্মিনাল, নতুন বস্তি বা রাস্তার পাশের জায়গাগুলোতে আশ্রয় নেয়। এসব জায়গায় বসবাসকারীদের চিহ্নিত করতে হবে। আর এ কাজের পুরোটাই ভিডিওতে ধারণ করতে হবে বলে নির্দেশ দিয়েছেন ডিজিপি।

অবৈধ নাগরিকদের চিহ্নিত করার পর শহরগুলোতে দায়িত্বরত পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শকেরা এসব তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবেন বলে নির্দেশনা দেওয়া হয়েছে। চিহ্নিকরণের সময় কেউ যদি দাবি করেন, তারা অন্য জেলা বা রাজ্যের অধিবাসী, তবে রেশন কার্ড, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টের মতো কাগজপত্র দেখিয়ে সেটা প্রমাণ করতে হবে।

আরও পড়ুন> এনআরসি নিয়ে বাংলাদেশের উদ্বেগের কিছু নেই, হাসিনাকে মোদী

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।