বুধবার (২ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
খবরে বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ওই যুদ্ধবিমানটিতে ১০ জন আরোহী ও তিনজন কেবিন ত্রু ছিলেন।
কানেক্টিকাটের জরুরি দুর্যোগ বিষয়ক কর্মকর্তা জেমস রোভেলা বলেন, দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। তবে কতজন হতাহত হয়েছেন সেটি এখনই বলা যাচ্ছে না।
যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ এখনও জানা যায়নি। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান ও জাপানের বিরুদ্ধে এই যুদ্ধবিমানটি মোতায়েন করেছিল মার্কিন বিমান বাহিনী।
বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
এসএ/