ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্যারিসে পুলিশ সদর দপ্তরে হামলা, ছুরিকাঘাতে নিহত ৪ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৪ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৯
প্যারিসে পুলিশ সদর দপ্তরে হামলা, ছুরিকাঘাতে নিহত ৪ 

ফ্রান্সের রাজধানী প্যারিসে পুলিশ সদর দপ্তরে হামলাকারী এক ব্যক্তির ছুরিকাঘাতে চার পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর আইল দে লা সিতে দ্বীপে এ ঘটনা ঘটে। ফ্রান্স পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানিয়েছে।

 

খবরে বলা হয়, হামলাকারী পুলিশ বিভাগেরই সাবেক এক কর্মচারী। তিনি ২০ বছর এ বাহিনির প্রশাসনিক শাখায় কর্মরত ছিলেন। ঘটনাস্থলেই নিরাপত্তা বাহিনীর গুলিতে তিনি নিহত হন বলে প্যারিস অ্যালায়েন্স ন্যাশনাল পুলিশ ইউনিয়নের আঞ্চলিক কর্মকর্তা লয়েস ত্রাভের্স জানান।   

তাৎক্ষণিকভাবে এ হামলার কোনো উদ্দেশ্য জানায়নি কর্তৃপক্ষ।  

এদিকে এ হামলার ঘটনা বর্তমানে ফ্রান্সের জাতীয় আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ভয়াবহ এ  দুর্ঘটনার খবর পেয়ে  দ্রুত ঘটনাস্থলে ছুটে যান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।   

এছাড়া শহরের মেয়র অ্যান হিদালগো নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।  

ইদানীং প্রায়ই ফ্রান্সে পুলিশের ওপর হামলায় হতাহতের ঘটনা ঘটছে।  

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৯  
এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।