ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

টাইফুন মিটাগের আঘাতে দক্ষিণ কোরিয়ায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৩ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৯
টাইফুন মিটাগের আঘাতে দক্ষিণ কোরিয়ায় নিহত ৬ টাইফুনের কারণে দেয়াল ধসের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় টাইফুন মিটাগের আঘাতে ছয় জন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় দেশটির দক্ষিণে টাইফুন মিটাগ আঘাত হানে।

এসময় দেয়াল ধসের কারণে ও পানিতে ডুবে ছয়জন নিহত হন।  আহত হয়েছেন চারজন।

এছাড়া টাইফুনের ফলে সৃষ্ট বন্যা শতাধিক ঘর ও স্থাপনা ভাসিয়ে নিয়েছে।

দুর্যোগ থেকে বাঁচতে ১৫০০ লোক ইতোমধ্যে তাদের আবাস ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করেছে বলে মন্ত্রণালয় সূত্র জানায়।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
এবি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।