বৃহস্পতিবার (৩ অক্টোবর) দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় দেশটির দক্ষিণে টাইফুন মিটাগ আঘাত হানে।
এছাড়া টাইফুনের ফলে সৃষ্ট বন্যা শতাধিক ঘর ও স্থাপনা ভাসিয়ে নিয়েছে।
দুর্যোগ থেকে বাঁচতে ১৫০০ লোক ইতোমধ্যে তাদের আবাস ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করেছে বলে মন্ত্রণালয় সূত্র জানায়।
বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
এবি/এইচএডি