বৃহস্পতিবার (০৩ অক্টোবর) কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী বাসভারাজ ভোমাই বলেন, রাজ্যে অবৈধ অভিবাসী চিহ্নিত করতে নাগরিকত্ব তালিকা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এছাড়া কর্ণাটক এমন একটি রাজ্য, যেখানে সীমান্তের লোকেরা এসে বসতি স্থাপন করে ফেলেছেন।
এদিকে, কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালুরুতে আফ্রিকাসহ বিভিন্ন দেশ থেকে যাওয়া অবৈধ অভিবাসী রয়েছে বলে স্থানীয়দের বরাতে সংবাদমাধ্যম বলছে। সংশ্লিষ্ট এমপিও এ তথ্য দিয়েছেন।
সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম এও বলছে, এরইমধ্যে রাজ্যটির নেলমাঙ্গা তালুকে একটি অস্থায়ী বন্দিশিবির স্থাপন করা হয়েছে, যেখানে তালিকা থেকে বাদ পড়াদের রাখা হবে। নতুন এই বন্দিশিবির ব্যাঙ্গালুরু থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত। তবে এ ব্যাপারে অফিসিয়ালি কোনো ঘোষণা আসেনি রাজ্য সরকারের পক্ষ থেকে।
বন্দিশিবিরের দেয়ালে কাঁটাতার লাগানোসহ আধুনিক সব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেন সহজেই কেউ পালিয়ে যেতে না পারেন। বলা হচ্ছে, অবৈধ অভিবাসীদের নিজ দেশে সরিয়ে না নেওয়া পর্যন্ত এই বন্দিশিবিরেই রাখার পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে, দেশটির বিরোধী দল কংগ্রেসের দাবি- অবৈধ অভিবাসী চিহ্নিত করার নামে সাধারণ মানুষকে যেন হয়রানি না করে বিজেপি সরকার।
এর আগে গত ৩১ আগস্টে প্রায় ১৯ লাখ অবৈধ অভিবাসীকে বাদ দিয়ে চূড়ান্ত নাগরিকত্ব তালিকা প্রকাশ করে আসাম। এরপর নিজেদের বৈধ প্রমাণ করতে আইনী লড়াই শুরু করেন অবৈধ চিহ্নিত অভিবাসীরা। যারা যথাযথ পরিচয়পত্র প্রমাণ করতে পারবেন, তাদের তালিকাতে সংযুক্ত করা হবে।
বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৯
টিএ