বুধবার (১৬ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৫টা ৩৭ মিনিট নাগাদ ভূমিকম্পটি আঘাত হানে। তবে কোনো ধরনের সুনামি সর্তকর্তা জারি করা হয়নি।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো ফিলিপাইনের দক্ষিণ কোতাবাতো থেকে ৫৫ কিলোমিটার দূরে পলোমোলকে। যার গভিরতা ছিলো ভূ-পূষ্ঠ থেকে মাত্র ৮ দশমিক ৬ মাইল।
এদিকে ভূমিকম্পের পর আতঙ্কিত হয়ে বহু লোকজন রাস্তাঘাটে বেরিয়ে আসেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। ফিলিপাইনে এক ব্যক্তি আহত হওয়ার খবরও জানা গেছে।
প্রাথমিক ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৭ বলা হলেও পরে তা কমিয়ে ৬ দশমিক ৪ মাত্রার জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
জেডএস