ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বর্তমানে ছয় ও আট- দু’ধরনের বগির ট্রেন চলছে তিনটি লাইনে। লাল লাইনে চালু রয়েছে ৩৯টি ছয় বগির ট্রেন।
দিল্লি মেট্রো রেল করপোরেশন লিমিটেডের মুখপাত্র অনুজ দয়াল জানান, মোট ১২০টি বগি বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের। ২০২১ সালের মার্চ মাসের মধ্যে এ পরিকল্পনা বাস্তবায়িত হবে।
আট বগির ট্রেনগুলো চালু হলে ‘পিক আওয়ারে’ যাত্রীদের আর ঝামেলা পোহাতে হবে না। স্টেশনগুলোতেও অপেক্ষমানদের ভিড় কমবে।
লাল, হলুদ ও নীল লাইনের স্টেশনগুলো আট বগির ট্রেন চলাচলের উপযোগী করেই নির্মাণ করা হয়েছে।
বর্তমানে দিল্লি মেট্রো স্প্যানের দৈর্ঘ্য ৩৫০ কিলোমিটার। এতে রয়েছে ২৫০টি মেট্রো স্টেশন ও নয়টি রঙের লাইন।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
এফএম/একে