ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

২ বছরের মধ্যে ৮ বগির হচ্ছে দিল্লির সব ট্রেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
২ বছরের মধ্যে ৮ বগির হচ্ছে দিল্লির সব ট্রেন ছবি: সংগৃহীত

দিল্লির সব ছয় বগির ট্রেন ২০২১ সালের মধ্যেই আট বগিতে পরিণত করা হবে। আরও বেশি যাত্রী পরিবহনের জন্য রূপান্তরিত ট্রেনগুলোকে লাল, হলুদ ও নীল লাইনে চালু করা হবে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বর্তমানে ছয় ও আট- দু’ধরনের বগির ট্রেন চলছে তিনটি লাইনে। লাল লাইনে চালু রয়েছে ৩৯টি ছয় বগির ট্রেন।

হলুদ ও নীল লাইনে চলছে যথাক্রমে ১২ ও নয়টি ছয় বগির ট্রেন।  

দিল্লি মেট্রো রেল করপোরেশন লিমিটেডের মুখপাত্র অনুজ দয়াল জানান, মোট ১২০টি বগি বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের। ২০২১ সালের মার্চ মাসের মধ্যে এ পরিকল্পনা বাস্তবায়িত হবে।  

আট বগির ট্রেনগুলো চালু হলে ‘পিক আওয়ারে’ যাত্রীদের আর ঝামেলা পোহাতে হবে না। স্টেশনগুলোতেও অপেক্ষমানদের ভিড় কমবে।  

লাল, হলুদ ও নীল লাইনের স্টেশনগুলো আট বগির ট্রেন চলাচলের উপযোগী করেই নির্মাণ করা হয়েছে।  

বর্তমানে দিল্লি মেট্রো স্প্যানের দৈর্ঘ্য ৩৫০ কিলোমিটার। এতে রয়েছে ২৫০টি মেট্রো স্টেশন ও নয়টি রঙের লাইন।  

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
এফএম/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।