ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দিল্লিতে বৈধতা পাচ্ছে ৪০ লাখ অবৈধ বসবাসকারী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
দিল্লিতে বৈধতা পাচ্ছে ৪০ লাখ অবৈধ বসবাসকারী প্রতীকী ছবি

ভারতের দিল্লিতে ৪০ লাখ অবৈধ বসবাসকারীকে বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

বুধবার (২৩ অক্টোবর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান মন্ত্রী হারদ্বীপ পুরি।

তিনি বলেন, সরকারি-বেসরকারি যেকোনো জমিতে বসবাসকারীদের হাতে এর মালিকানা তুলে দেওয়া হবে।

এখন থেকে তারা ঋণ নিয়ে ওইসব এলাকায় বাড়ি বানাতে পারবেন। এজন্য প্রায় ১৮শ’ কলোনি চিহ্নিত করা হয়েছে।

মন্ত্রীর মতে দূরদর্শী ও বিপ্লবী এ পদক্ষেপের ঘোষণা এমন সময়ে আসলো, যখন মাত্র মাসখানেক পরেই দিল্লির নির্বাচন। রাজ্যটিতে ক্ষমতাসীন দল আম আদমি পার্টিকে টেক্কা দিতেই নির্বাচনের আগে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।