ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কের ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
তুরস্কের ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

নয়দিন আগে তুরস্কের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার (২৩ অক্টোবর) এ ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ তথ্য জানা গেছে।  

ট্রাম্প বলেন, নতুন করে অখুশি হওয়ার মতো কিছু না হলে নিষেধাজ্ঞা তুলে নেবো আমরা।

তিনি বলেন, তুরস্ক নিশ্চয়তা দিয়েছে ওই অঞ্চলে কোনো ধরনের যুদ্ধে যাবে না তারা। যুদ্ধবিরতি অব্যাহত থাকবে।  

ইতোমধ্যে তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়।  

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চল সীমান্তে কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে হামলা চালিয়েছে তুরস্ক। যার জেরে ১৪ অক্টোবর তুরস্কের দুই মন্ত্রণালয় ও তিন মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।  

নিষেধাজ্ঞা আরোপ করা ওই দুই মন্ত্রণালয় হলো- তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি মন্ত্রণালয়। আর তিন মন্ত্রী হলেন- দেশটির প্রতিরক্ষামন্ত্রী, জ্বালানিমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী।

১৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়ে কুর্দিদের বিরুদ্ধে অভিযান চারদিনের জন্য বন্ধ রাখে তুরস্ক। ১২০ ঘণ্টার ওই যুদ্ধবিরতি মঙ্গলবার (২২ অক্টোবর) শেষ হয়।  

তবে, শর্ত ছিল সীমান্তবর্তী এলাকা থেকে কুর্দি যোদ্ধাদের হটিয়ে নিরাপদ ভূমি তৈরি করতে দেশটিকে সাহায্য করবে যুক্তরাষ্ট্র।  

যুদ্ধবিরতি অব্যাহত রাখায় ট্রাম্প ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। তবে, আইএস জঙ্গিদের পাহারায় সতর্ক হতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। জঙ্গিরা যেন আবারও সিরিয়ায় সক্রিয় হয়ে উঠতে না পারে, সেটি তিনি নিশ্চিত করতে বলেছেন।  

এদিকে, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চল সীমান্তবর্তী এলাকা থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে। তবে, গোটা সিরিয়া থেকে সব মার্কিন সেনাকে এখনই সরিয়ে নিচ্ছে না যুক্তরাষ্ট্র। সেখানকার তেল স্থাপনা রক্ষার জন্য ‘অল্প কিছু সেনা’ সিরিয়ার নানা প্রান্তে থেকে যাবে বলে জানিয়েছেন ট্রাম্প।   

মার্কিন প্রেসিডেন্টের দাবি, যুক্তরাষ্ট্রের কৌশলী সিদ্ধান্তের কারণেই তুরস্কের সেনা অভিযান থামানো গেছে। এতে অসংখ্য কুর্দির জীবন বেঁচে গেছে।  

অন্যদিকে, রাশিয়াও তুরস্ককে সাহায্য করবে এ ব্যাপারে। মঙ্গলবার রাশিয়ার সোচিতে এক বৈঠকে তুর্কি সীমান্ত থেকে কুর্দি যোদ্ধাদের সরিয়ে নেওয়ার বিষয়ে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগানের সঙ্গে একমত হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাশিয়ার সঙ্গে বৈঠক শেষে এরদোগান নতুন করে বুধবার দুপুর ১২টা থেকে ১৫০ ঘণ্টার সময়সীমা ঘোষণা করেন, যার মধ্যে কুর্দি জনগণ প্রতিরক্ষা ইউনিটের (ওয়াইপিজি) যোদ্ধারা তুর্কি সীমান্ত থেকে ৩০ কিলোমিটার দূরে সরে যাবেন।

রুশ-তুর্কি চুক্তিকেও ‘বড় ধরনের সাফল্য’ হিসেবে দেখছেন ট্রাম্প।  

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
এফএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।