ভারতের বার্তামাধ্যম এনডিটিভি জানায়, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ব্রাজিলের কট্টর ডানপন্থি প্রেসিডেন্ট জাইর বোলসোনারো নিজেই এ তথ্য জানিয়েছেন।
চলতি বছরের শুরুতে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পরপরই ব্রাজিলে পর্যটকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বাড়তি শর্তাবলী কমিয়ে নিয়ে আনেন বোলসোনারো।
আগে উন্নয়নশীল অনেক দেশের নাগরিকদের ব্রাজিলে প্রবেশে বাধার মুখে পড়তে হতো।
চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র, জাপান, কানাডা ও অস্ট্রেলিয়ার ব্যবসায়ী ও পর্যটকদের ভিসার ক্ষেত্রে জটিল সব নিয়ম তুলে নেয় ব্রাজিল সরকার। কিন্তু, নিজ দেশের নাগরিকদের সেসব দেশে প্রবেশে কোনো ছাড় পায়নি ব্রাজিল।
বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
কেএসডি/