ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

চিলিতে শান্তিপূর্ণ পদযাত্রায় ১০ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
চিলিতে শান্তিপূর্ণ পদযাত্রায় ১০ লাখ মানুষ রাজধানী সান্তিয়াগোতে ১০ লাখ মানুষের পদযাত্রা। ছবি: সংগৃহীত

চিলিতে অর্থনৈতিক বৈষম্য নিরসনে চলমান বিক্ষোভে শান্তিপূর্ণ পদযাত্রায় অংশ নিয়েছেন প্রায় ১০ লাখ সাধারণ মানুষ। এসময় তাদের হাতে ছিল দেশের পতাকা, মুখে বিভিন্ন স্লোগান।

শুক্রবার (২৫ অক্টোবর) দেশটির রাজধানী সান্তিয়াগোতে এই বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়।  

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, সরকার বিক্ষোভকারীদের কথা শুনছে বলে জানিয়েছেন চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা।

এক টুইটে তিনি বলেন, আমরা সবাই বদলে গেছি। আজকের আনন্দ ও শান্তিপূর্ণ পদযাত্রায় সবাই ন্যায্য ও অভিন্ন চিলি তৈরির দাবি তুলেছে। আশান্বিত ভবিষ্যতের দিকে যাত্রার সূচনা করেছে চিলি।  

সান্তিয়াগোর গভর্নর কারলা রুবিলার বলেন, পদযাত্রায় অংশ নিয়েছেন প্রায় ১০ লাখ মানুষ, যা চিলির মোট জনসংখ্যার পাঁচ শতাংশ। এটা দেশের অন্যতম ঐতিহাসিক ঘটনা।

এক টুইটে তিনি বলেন, বিক্ষোভকারীরা নতুন চিলির স্বপ্নের প্রতিনিধিত্ব করছে।  

এদিকে, শুক্রবার সকালে সরকারবিরোধী বিক্ষোভকারীরা কংগ্রেস ভবনে প্রবেশের চেষ্টা করে। তখন পুলিশি নিরাপত্তায় ভবন থেকে সরিয়ে নেওয়া হয় ভেতরে থাকা রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের।  

এছাড়া, চিলির অন্য বড় শহরগুলোতেও বিক্ষোভ করেছে চিলিয়ানরা।  

সান্তিয়াগোর ৩৮ বছর বয়সী ফ্রান্সিসকো আঙ্গুইতার বলেন, আমরা সৎ, ন্যায্য ও নিষ্ঠাবান সরকার চাই।  

এর আগে, ১৮ অক্টোবর মেট্রোরেলের ভাড়া বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ শুরু করে দক্ষিণ আমেরিকার দেশ চিলির সাধারণ মানুষ। তীব্র বিক্ষোভের মুখে ১৯ অক্টোবর ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত করে দেশটির সরকার।  

গত ২৩ অক্টোবর সরকার বেতন-ভাতা বাড়ানোসহ বেশকিছু সংস্কার প্রস্তাব করলেও বিক্ষোভ থামেনি। বর্তমানে অর্থনৈতিক বৈষম্য ও জীবনযাত্রার চড়া মূল্যের বিরুদ্ধে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা।  

সহিংস বিক্ষোভে এ পর্যন্ত ১৬ জন নিহতসহ কয়েকশ’ মানুষ আহত হয়েছেন। সাত হাজারেরও বেশি মানুষকে আটক করেছে পুলিশ।  

সব বড় শহরে কারফিউ জারি করা হয়েছে। শুধু সান্তিয়াগোতেই মোতায়েন করা হয়েছে ২০ হাজার পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।