ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

টেক্সাসে বন্দুকধারীর হামলায় নিহত ২ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
টেক্সাসে বন্দুকধারীর হামলায় নিহত ২ 

ঢাকা: যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য টেক্সাসে একটি পার্টি চলাকালীন বন্দুকধারীর হামলায় দুই জন নিহত হয়েছেন। এতে আহতও হয়েছেন কয়েক ডজন।

রোববার (২৭ অক্টোবর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ডালাসের কাছে অবস্থিত শহর গ্রীনভিলির একটি ভেন্যুতে পার্টির আয়োজন করেছিল টেক্সাস এ অ্যান্ড এম কমার্স কলেজের শিক্ষার্থীরা।

তাদের পার্টি চলাকালীন হামলা চালায় অজ্ঞাত এক বন্দুকধারী। যার ফলে এই হতাহতের ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হওয়া ফুটেজে দেখা যায়, গুলিবর্ষণের সময় আহতরা মাটিতে পড়ে আছে এবং আতঙ্কিত লোকজন ছোটাছুটি করছে।

স্থানীয় পুলিশের মুখপাত্র বাডি অক্সফোর্ড জানান, হামলার এ ঘটনার ১৫ মিনিট আগেই ঘটনাস্থলের বাইরে অবৈধ পার্কিংয়ের বিষয়ে তদন্ত করতে গিয়েছিলেন তারা। পরে হঠাৎ গুলির শব্দে তারা ঘটনাস্থলে ছুটে যান।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

তবে এখনও ওই বন্দুকধারীর পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
এবি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।