ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্পে ফিলিপাইনে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
শক্তিশালী ভূমিকম্পে ফিলিপাইনে নিহত ৪ ফিলিপাইনে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প।

ঢাকা: দক্ষিণ ফিলিপাইনে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন অন্তত চারজন। আহত হয়েছেন আরও ১২ জন। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ভূকম্পনে দাভাও শহরের কয়েকটি ভবন হেলে পড়েছে। পাশাপাশি সান্তোস এলাকায় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশকিছু বাড়িঘর।

 

মঙ্গলবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টা ৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এসময় আতঙ্কে রাস্তায় নেমে আসেন অনেকে।

ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানায়, দক্ষিণ ফিলিপাইনের ম্যানিলা থেকে ৯২২ কিলোমিটার দক্ষিণে কোটাবাটো প্রদেশের তুলুনান শহরের উত্তর-পূর্বে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল।  

ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি হয়নি।

এর আগে, গত সপ্তাহে দেশটির একই অঞ্চলে আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে সাতজন নিহত হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯

আরআইএস/ কেএসডি/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।