ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

ফের বিক্ষোভে অচল চিলি, ৮ মন্ত্রী বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
ফের বিক্ষোভে অচল চিলি, ৮ মন্ত্রী বহিষ্কার

আবারও নতুন করে বিক্ষোভের ছাইচাপা আগুন ছড়িয়ে পড়তে শুরু করেছে দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে। সার্বিক পরিস্থিতিতে দেশটির মন্ত্রীসভায় ব্যাপক রদবদল এনেছেন প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা।

টানা বিক্ষোভের মুখে সোমবার (২৮ অক্টোবর) প্রেসিডেন্ট পিনেরো মন্ত্রীসভার ৮ জনকে বহিষ্কার করেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা যায়।

 

পিনেরোর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন জানায়, ১৯৯০ সালের পর সবচেয়ে বড় এ রাজনৈতিক সংকট নিরসনে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা ও ন্যায় বিচারের পরিবেশ ফিরিয়ে আনতে মন্ত্রীসভায় রদবদল করা হয়েছে।  

এর আগে শনিবার সব মন্ত্রীকে পদত্যাগের জন্য বলেন পিনেরো। পরে সোমবার অভ্যন্তরীণ মন্ত্রী, অর্থমন্ত্রী, শ্রম মন্ত্রীসহ ৮ জনকে বহিষ্কার করা হয়।  

এদিকে মন্ত্রীদের সরানো হলেও খোদ প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে সোমবার রাজধানী সান্তিয়াগোর রাজপথে নেমে পড়ে বিক্ষোভকারীরা। এসময় তারা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সহিংসতায় জড়িয়ে পড়ে।  

বিক্ষোভকালে মূল সড়কে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে। এতে বেশকিছু দোকানপাট পুড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এ সময় কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও জলকামান ব্যবহার করে।   

খবরে বলা হয়, চলমান বিক্ষোভে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। বিক্ষোভ মোকাবিলায় সেনাবাহিনীও নামানো হয়েছে।  

এদিকে বিশ্বের সর্বাধিক আয়-বৈষম্যের শিকার চিলিতে চলমান এ বিক্ষোভকে ‘ন্যায্য’ বলে অভিহিত করেছেন পিনেরো। উদ্ভূত পরিস্থিতিতে তিনি নতুন করে সামাজিক ও অর্থনৈতিক খাত পুনর্গঠনের প্রতিশ্রুতি জানিয়েছেন।  
 
অন্যদিকে বিক্ষোভকারীরা এসব পদক্ষেপকে বিলম্বিত অভিযুক্ত করে আন্দোলন চালিয়ে যাচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।