মঙ্গলবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় এ তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট। আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এ কথা জানা যায়।
টুইট বার্তায় ট্রাম্প লেখেন, এইমাত্র নিশ্চিত হলাম, মার্কিন সেনাদের হাতে আইএস নেতা আবু বকর আল-বাগদাদীর এক নম্বর উত্তরসূরী নিহত হয়েছেন। প্রধান নেতা হিসেবে তারই আবির্ভাবের সম্ভাবনা ছিল। বর্তমানে তিনি মৃত!
কার কথা বলছেন টুইটবার্তায় এ ব্যাপারে কারো নাম উল্লেখ করেননি ট্রাম্প।
এদিকে সোমবার (২৮ অক্টোবর) মার্কিন সেনাবাহিনী আইএসের মুখপাত্র আবুল হাসান আল-মুহাজিরের হত্যার বিষয়টি নিশ্চিত করে। উত্তর সিরিয়ায় কুর্দি বাহিনীর সহযোগিতায় এক অভিযানে মুহাজির নিহত হন বলে জানানো হয়।
এর আগে রোববার (২৭ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে ট্রাম্প মার্কিন বাহিনীর হাতে আইএস প্রধান বাগদাদীর নিহত হওয়ার কথা জানান।
বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
এবি/এইচজে