মঙ্গলবার (২৯ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রো জানায়, আরমাঘের বাসিন্দা ওই দুই ভাই মানবপাচার ও নরহত্যার ঘটনায় জড়িত বলে ধারণা করছে এসেক্স পুলিশ।
এ ঘটনায় তদন্ত দলের প্রধান ডিটেকটিভ চিফ সুপারিনটেনডেন্ট স্টুয়ার্ট হপার বলেন, এই মুহূর্তে হিউজ ভাইদের খুঁজে তাদের সঙ্গে কথা বলা তদন্তের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
গত বুধবার (২৩ অক্টোবর) মধ্যরাতে ওয়াটারগ্লেড ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকায় একটি লরির কন্টেইনার থেকে ৩৮ জন প্রাপ্তবয়স্ক ও একজন কিশোর বয়সীর মরদেহ উদ্ধার করা হয়। কন্টেইনারের ভেতর তাপমাত্রা মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াস ছিল বলে ধারণা করা হচ্ছে।
প্রথমে মৃত ৩৯ জনই চীনের নাগরিক বলে খবর বেরিয়েছিল। কিন্তু, পরে তাদের মধ্যে ভিয়েতনামের কিছু মানুষ থাকতে পারেন বলে দাবি উঠেছে।
পুলিশ জানিয়েছে, লরির মূল অংশ নর্দার্ন আয়ারল্যান্ড থেকে এসে পারফ্লিট থেকে কন্টেইনারটি তুলেছিল। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে লরির চালক মো রবিনসনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া এ ঘটনায় গ্রেফতার আরও তিনজন আপাতত জামিনে মুক্ত রয়েছেন।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
একে