ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ৯ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ৯ 

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় একটি বাড়িতে বন্দুকধারীর হামলায় ৩ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরও ৯ জন। 

মঙ্গলবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় রাত পৌনে ১১টার দিকে অঙ্গরাজ্যের উপকূলীয় শহর লং বিচে এ হামলার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন থেকে এ তথ্য জানা যায়।

 

লং বিচ দমকল বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জানায়, রাত ১১টার দিকে তারা ওই এলাকার একটি বাড়িতে বন্দুকধারীর হামলার খবর পায় ও দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়।  

নিশ্চিতভাবেই ৩ জনের প্রাণহানি হয়েছে বলে জানায় তারা। আহত ৯ জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।  

সিএনএন’র সহযোগী কেএবিসি সংবাদমাধ্যমের ভিডিওফুটেজে দেখা যায়, সেলুন সংলগ্ন একটি উঠানে ৭ ব্যক্তিকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে প্যারামেডিকসরা। এ ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।