ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিস্তিনে হামাসের হাতে ইসরায়েলি ‘কোডাকপ্টার’ ভূপাতিত 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৯
ফিলিস্তিনে হামাসের হাতে ইসরায়েলি ‘কোডাকপ্টার’ ভূপাতিত 

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে ইসরায়েলের একটি ‘কোডাকপ্টার’ ড্রোন ভূপাতিত হয়েছে। 

সোমবার (৪ নভেম্বর) ইরানভিত্তিক সংবাদমাধ্যম মেহেরনিউজ এ তথ্য জানায়।  

খবরে বলা হয়, ড্রোনটি গাজা উপত্যকাসংলগ্ন ইসরায়েলি বাহিনীর।

প্রতিরোধ যোদ্ধারা গুলি করে এটিকে ভূপাতিত ও জব্দ করে।  

গত শুক্রবার (১ নভেম্বর) অধিকৃত গাজার খান ইউনিস ও অন্যান্য এলাকায় ইসরায়েলি বিমান হামলার পর ড্রোন ভূপাতিতের এ ঘটনা ঘটলো। শুক্রবারের বিমান হামলার কয়েক ঘণ্টা পর ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হবার ঘটনাও ঘটে।  

গাজা উপত্যকার ফিলিস্তিন অংশ থেকে ইসরায়েল অংশে ১০টি রকেট হামলার প্রতিক্রিয়ায় শুক্রবারের ওই বিমান হামলা চালানো হয় বলে জানায় ইসরায়েলি বাহিনী।  

এর আগে একই দিনের শুরুতে উপত্যকার দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনি জেলেদের ওপর হামলা চালায় তারা। বিভিন্ন অজুহাতে প্রায়ই গাজায় বোমা ফেলে এ বাহিনী।  

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।