রোববার (৩ নভেম্বর) দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুল ফজল শেকারচি এ হুঁশিয়ারি জানান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা যায়।
আবুল ফজল বলেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে তাদের স্বার্থ আছে এমন যে কোনো জায়গা হুমকির মুখে পড়বে। শুধু তাই নয়, তাদের মিত্ররাও এর আওতায় পড়বে। আর ইরান যে তা করতে পারে, ইতোমধ্যেই তা প্রমাণিত।
‘এমনকি কোনো দেশ যারা সরাসরি সম্ভাব্য এমন কোনো যুদ্ধে সংশ্লিষ্ট নয়, কিন্তু ইরানে হামলা চালাতে শত্রুপক্ষকে নিজেদের ভূমি ব্যবহার করতে দিয়েছে, তাদেরও আমরা শত্রু বিবেচনা করবো, এবং আগ্রাসনকারীর সঙ্গে যে আচরণ করা উচিত তাদের সঙ্গে তাই করা হবে। ’
এর আগে গত মাসের ২২ তারিখে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাকেরিও ইরানে যে কেউ হামলার চালালে কঠিন মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি জানান। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যে কেউ যে কোনো রকম আগ্রাসন চালাতে চাইলে তাকে চড়া মূল্য দিতে হবে।
বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
এইচজে