সোমবার (৪ নভেম্বর) ইরানে মার্কিন দূতাবাস জিম্মি ঘটনার ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে পশ্চিমাঞ্চলের ইলাম প্রদেশে আয়োজিত এক সমাবেশ ঘিরে এ মন্তব্য করেন হোসেইন নাগাভি।
নাগাভি বলেন, ইসলামি বিপ্লবের পর আমেরিকানরা ইরানি জাতির বিরুদ্ধে ও এর উন্নতি ঠেকাতে সব ধরনের অপচেষ্টা চালিয়েছে, কিন্তু পূর্বের পাহ্লভি শাসনামলের চেয়ে ইসলামি প্রজাতন্ত্রের আমল ভিন্ন ছিল।
‘৪০ বছর ধরে ইরানি জাতি মার্কিন অপরাজনীতি প্রতিহত করে চলেছে। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার মতো দুঃসাহস যুক্তরাষ্ট্রের নেই। ’
২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেক একপাক্ষিকভাবে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার সমালোচনা করে নাগাভি আরও বলেন, ইরান চুক্তির সবটা সঠিকভাবে পালন করলেও, ইউরোপীয়রা এখন পর্যন্ত নিজেদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
এইচজে