ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে কমছে বিদেশি পর্যটক

কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫১ ঘণ্টা, জুন ২২, ২০১০

কলকাতা: ভারতে বিদেশি পর্যটকদের আসার হার আশঙ্কাজনক হারে কমছে। পর্যটন মন্ত্রণালয়ের এক পরিসংখ্যানে এ তথ্য বেরিয়ে এসেছে।

 

বলা হচ্ছে, সন্ত্রাসবাদ ও সোয়াইন ফু’র আতঙ্কই পর্যটকদের ভারতবিমুখ করে তুলেছে।

পর্যটন মন্ত্রাণালয়ের একজন মুখপাত্র বলেন, “সন্ত্রাসবাদের আতঙ্কই শুধু নয়, সোয়ান ফু’র আতঙ্কও বিদেশি পর্যটকদের ভারতবিমুখ করে তুলেছে। ভারতের বিভিন্ন রাজ্যে মাঝে মাঝে সোয়াইন ফু’র সংক্রমণ ঘটছে, তাতে আস্থা হারাচ্ছেন পর্যটকরা। ”

মূলত অক্টোবর থেকে ফেব্র“য়ারি পর্যন্ত ভারতে বিদেশি পর্যটকরা দলে দলে আসতেন। ঘুরে বেড়ান ভারতের শৈলশহর, সমুদ্র উপকূল থেকে রাজস্থানের থর মরুভূমির মতো পর্যটন কেন্দ্রগুলিতে। এই পর্যটকদের আশায় থাকেন পরিবহণ থেকে হোটেল শিল্পের সঙ্গে যুক্ত মানুষজন। এমনকি বহু মানুষ গাইড হিসাবেও যথেষ্ট অর্থ রোজগার করতেন। ভারতের বিদেশি মুদ্রা অর্জনের েেত্রও বিদেশি পর্যটকদের গুরুত্ব অপরিসীম।

২০০৭ সালে বিশ্ব জুড়ে আর্থিক মন্দার কারণে পর্যটকদের সংখ্যা উল্লেখ্যযোগ্য হারে কমে যায়। ২০০৯ এ পরিস্থিতি উন্নতির পর আশা করা হচ্ছিল পর্যটকদের সংখ্যা বাড়বে। চলতি বছরে এই সংখ্যা কমছে ৫০ শতাংশ।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬৪২০ ঘণ্টা, জুন ২২, ২০১০
আরডি/কেএল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।