ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জার্মানির কয়লা খনিতে বিস্ফোরণ, আটকা ৩৫ শ্রমিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৯
জার্মানির কয়লা খনিতে বিস্ফোরণ, আটকা ৩৫ শ্রমিক খনিতে উদ্ধার কার্যক্রম অব্যাহত। ছবি: সংগৃহীত

জার্মানির হ্যালেতে একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ৩৫ জন শ্রমিক আটকা পড়েছেন। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, বৃহস্পতিবার (৮ নভেম্বর) কয়লা উত্তোলনের সময় বিস্ফোরণে খনির মুখ বন্ধ হয়ে যাওয়ায় ভেতরে আটকা পড়েন শ্রমিকরা। বিস্ফোরণে খনির বাইরে থাকা দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।  

তবে, ভেতরে আটকা পড়াদের শেষ অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি। তারা বেঁচে আছেন কি-না তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন উদ্ধারকর্মীরা।  

বিস্ফোরণের পর থেকেই গর্ত খুঁড়ে ভেতরে অক্সিজেন সরবরাহের চেষ্টা করা হচ্ছে। যত দ্রুত সম্ভব আটকা পড়া শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চলছে। তাদের না পাওয়া পর্যন্ত উদ্ধার কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

এর আগে, ১৯৮০ সালে একটি খনিজ লবণের খনিতে বিস্ফোরণে কয়েকজনের প্রাণহানির পর হ্যালের বেশিরভাগ খনিই বন্ধ করে দেওয়া হয়েছিল। সম্প্রতি কয়লার সন্ধান পাওয়ায় সেখানে নতুন করে খোঁড়া শুরু হয়েছে বিভিন্ন খনিতে।  

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৯
কেএসডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।