সোমবার (১১ নভেম্বর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
খবরে বলা হয়, হায়দ্রাবাদের কাচেগুদা রেলওয়ে স্টেশনের কাছকাছি এক জায়গায় সকাল সাড়ে দশটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ধারণা করা হচ্ছে, সিগন্যাল সিস্টেমের ভুলের কারণে দু’টি ট্রেন একই লাইনে চলে আসায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সৌভাগ্যবশত দু’টি ট্রেনের গতিই ছিল মন্থর। ফলে, বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা।
স্থানীয় এক সংবাদমাধ্যমের বরাতে খবরে বলা হয়, সংঘর্ষের ঘটনায় দু’টি ট্রেনের সাতটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভারতের রেলমন্ত্রী পীযূষ গোয়েল এক টুইটার বার্তায় বলেন, ‘হায়দ্রাবাদ থেকে দুঃখজনক এ ঘটনা শোনার পরপরই দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। ’
বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
এইচএডি/