ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হায়দ্রাবাদে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষে আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
হায়দ্রাবাদে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষে আহত ১০

ভারতের হয়দ্রাবাদে দু’টি ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছেন।

সোমবার (১১ নভেম্বর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

খবরে বলা হয়, হায়দ্রাবাদের কাচেগুদা রেলওয়ে স্টেশনের কাছকাছি এক জায়গায় সকাল সাড়ে দশটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এরমধ্যে একটি ট্রেনের চালকও রয়েছেন। এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা জানা যায়নি। আহতদের নিকটবর্তী ওসমানীয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। ইতোমধ্যে চিকিৎসা নেওয়ার পর দু’জন হাসপাতাল ত্যাগ করেছেন। কর্তৃপক্ষ দু’টি ট্রেনের ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়া চালককে উদ্ধারের চেষ্টা করে যাচ্ছে।

ধারণা করা হচ্ছে, সিগন্যাল সিস্টেমের ভুলের কারণে দু’টি ট্রেন একই লাইনে চলে আসায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সৌভাগ্যবশত দু’টি ট্রেনের গতিই ছিল মন্থর। ফলে, বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা।

স্থানীয় এক সংবাদমাধ্যমের বরাতে খবরে বলা হয়, সংঘর্ষের ঘটনায় দু’টি ট্রেনের সাতটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভারতের রেলমন্ত্রী পীযূষ গোয়েল এক টুইটার বার্তায় বলেন, ‘হায়দ্রাবাদ থেকে দুঃখজনক এ ঘটনা শোনার পরপরই দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।