বুধবার (১৩ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
উত্তর সুমাত্রা পুলিশের মুখপাত্র তাতান দিরসান আতমাজা বলেন, এটি আত্মঘাতী বোমা হামলা বলে সন্দেহ করা হচ্ছে।
তাতান বলেন, স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটে এ হামলা হয়। এতে কয়েকজন পুলিশসদস্য আহত হয়েছেন ও সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারীর মৃত্যু হয়েছে।
ইন্দোনেশিয়ার বেশকিছু টিভি চ্যানেলে প্রদর্শিত ফুটেজে দেখা গেছে, হামলার পরপরই পুলিশ সদরদপ্তরের আশেপাশের ভবনগুলো থেকে লোকজন দ্রুত বের হয়ে যাচ্ছে।
এ হামলার কারণ স্পষ্ট না হলেও গত কয়েক বছরে বিশ্বের অন্যতম মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়ায় বেশ কিছু জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে বেশ কয়েকটি হামলা ছিল পুলিশকে লক্ষ্য করে।
ইন্দোনেশিয়ার পুলিশের মুখপাত্র দেদি প্রাসেত্য বলেন, পুলিশ সদরদপ্তরের পাশেই গাড়ি পার্কিংয়ের জায়গায় এ হামলা হয়। তবে, আমরা এখন সতর্ক আছি। পুলিশ ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে হামলাকারীর পরিচয় শনাক্তের চেষ্টা করছে।
তিনি জানান, হামলায় পুলিশের তিনটি এবং একটি ব্যক্তিগত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
এফএম